ঢাকা: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, আগামী ১০০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়েছে। পরিকল্পনার মধ্যে সাংবাদিকদের বেতন কাঠামোর যৌক্তিক সংস্কারে উদ্যোগ নেওয়াসহ অনলাইন নিউজ পোর্টালের লাইসেন্স দেওয়ার নীতিমালা যুগোপযোগী করার উদ্যোগ গ্রহণ করা হবে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ কার্যালয়ে এ কথা বলেন তিনি।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও আওতাধীন দপ্তর, সংস্থার নেওয়া আগামী ১০০ দিনে গণমাধ্যম ইস্যুতে কর্মপরিকল্পনাগুলোর মধ্যে রয়েছে-স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ গ্রহণ করা। গণমাধ্যমকর্মী (চাকরির শর্ত) আইন প্রণয়নের উদ্যোগ গ্রহণ। সম্প্রচার আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে৷ গণমাধ্যমের স্বাধীনতার জন্য আইন, বিধি ও নীতিমালার প্রয়োজনীয় সংস্কার করা হবে।
এছাড়াও সাংবাদিকদের বেতন কাঠামোর যৌক্তিক সংস্কারে উদ্যোগ গ্রহণ করা হবে। অনলাইন নিউজপোর্টালের লাইসেন্স দেওয়ার নীতিমালা যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হবে।
তথ্য অধিকার আইন ২০০৯ এর কতিপয় ধারা সংশোধন করে যুগোপযোগী করার কথাও জানান উপদেষ্টা নাহিদ।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৪
জিসিজি/এসআইএস