ঢাকা, শনিবার, ৩০ ভাদ্র ১৪৩১, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১০ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগ বন্যার্তদের গৃহনির্মাণ সামগ্রী বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৪
খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগ বন্যার্তদের গৃহনির্মাণ সামগ্রী বিতরণ

খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি মেরামতের জন্য গৃহনির্মাণ সামগ্রী হিসেবে ঢেউটিন ও নগদ অর্থ দিয়েছে সেনাবাহিনীর ২০ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে দীঘিনালায় ইসিবির মাঠে বন্যার্তদের হাতে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তার তুলে দেন ২০ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসিফ আহমেদ তানজিল।



এ সময় বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের প্রত্যেকে আড়াই বান টিন ও নগদ ৫ হাজার সহায়তা দেওয়া হয়। গৃহনির্মাণ সামগ্রী পেয়ে খুশি উপকারভোগীরা।

সাম্প্রতিক বন্যায় পুরো জেলায় প্রায় ৪০ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৪
এডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।