ঢাকা: রাজধানীর গেণ্ডারিয়ার ভাট্টিখানা এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে রাসেল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে কেরানীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী মো. রাজু ও হাসান জানান, ভাট্টিখানা এলাকার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই যুবক। তখন পাশে নির্মাণাধীন একটি ভবনের নিচতলার দেয়াল ধসে রাস্তার ওপর পড়ে। এতে ওই দেয়ালের নিচে চাপা পড়েন রাসেল। দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি দেখে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তারা আরও জানান, গেণ্ডারিয়া এলাকায় থাকতেন রাসেল। তার সম্পর্কে বিস্তারিত আর কিছু জানাতে পারেননি তারা।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, ঘটনাটি গেণ্ডারিয়া থানা পুলিশকে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৪
এজেডএস/আরবি