ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

সৌদিতে এসি বিস্ফোরণে বাংলাদেশি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৪
সৌদিতে এসি বিস্ফোরণে বাংলাদেশি নিহত

কিশোরগঞ্জ: সৌদি-আরবে বাসায় এসি বিস্ফোরণে আব্দুল সামাদ নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।  

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে সামাদের রুমে এ বিস্ফোরণ ঘটে।

নিহত আব্দুল সামাদ কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দা কাদির মিয়ার ছেলে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সুখ ও জীবিকার তাগিদে পরিবারের একমাত্র ছেলে আব্দুল সামাদ সৌদি আরবে পাড়ি দেন। সেখানে ভালোভাবেই চলছিল সামাদের প্রবাস জীবন। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে তার রুমে থাকা এসিটি বিস্ফোরণ ঘটে, এতে তিনি আগুনে দগ্ধ হয়ে মারা যান।  

পরে সেখান থেকে সামাদের মৃত্যুর খবর বাংলাদেশে গ্রামের বাড়িতে জানানো হয়। এ খবর জানার পর থেকে পারিবারে চলছে শোকের মাতম।

স্থানীয় হোসেনপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো. কাজল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ২২২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬,২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।