ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভারতে পাচারের সময় কিশোরীসহ আটক ৩ নারী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৫ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৪
ভারতে পাচারের সময় কিশোরীসহ আটক ৩ নারী

সিলেট: সীমান্ত দিয়ে ভারত পাচারের সময় কিশোরীসহ তিন বাংলাদেশি নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে গোয়াইনঘাট উপজেলার সংগ্রাম বিওপির আওতাধীন ১২৭২/৫-এস সীমান্ত পিলার সংলগ্ন বাংলাদেশের আনুমানিক ৩০০ গজ অভ্যন্তরে রানীরঘাট থেকে তাদের আটক করা হয়।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

আটকরা হলেন- মাগুরার শ্রীপুর উপজেলার কপরিয়া গ্রামের মঞ্জুশ্রী (৩৮), একই এলাকার দীঘি জোয়াদ্দার (১৪), মাগুড়ার শালিখা উপজেলার সাবরি গ্রামের হীরা বিশ্বাস (১৮)।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- অবৈধভাবে সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের সময় বিজিবি টহলদল তাদের আটক করে। এ সময় রুপম (২২) নামে মানবপাচার চক্রের এক সদস্য বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার মাতুরতল বাজার এলাকার রতন সরকারের ছেলে বলে জানা গেছে।

আটক বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়ের করে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯০৪ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৪
এনইউ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।