ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অন্যান্য বছরের চেয়ে পূজামণ্ডপে উৎসাহের কমতি নেই: কেএমপি কমিশনার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
অন্যান্য বছরের চেয়ে পূজামণ্ডপে উৎসাহের কমতি নেই: কেএমপি কমিশনার

খুলনা: অন্যান্য বছরের চেয়ে পূজামণ্ডপে উৎসাহের কমতি নেই বলে মন্তব্য করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মো. জুলফিকার আলী হায়দার।

তিনি বলেন, পূজা মণ্ডপের ঠাকুরের সঙ্গে কথা বলে জানতে পারলাম, সবার মধ্যে উৎসাহ উদ্দীপনা অন্যান্য বছরের মতো রয়েছে।

কোনো কোমতি নেই। দর্শকদের ভীড় বাড়ছে। তাদের মধ্যে নারী দর্শকরা বেশি।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় স্বর্ণ পট্টি মন্দির পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনার আইন শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করতে তিনি মন্দিরে যান।

কেএমপি কমিশনার বলেন, পূজা মণ্ডপে আগতদের আগ্রহ-উদ্দীপনা দেখে আমার ভালো লাগছে। এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য আমরা চেষ্টা করছি।

মো. জুলফিকার আলী হায়দার বলেন, পূজা উদযাপন কমিটির স্বেচ্ছাসেবক বাহিনীর পাশাপাশি এখানে আনসার ও পুলিশের টিম আছে। পেট্রোল টিমগুলো ঘোরাঘুরি করছে। সাদা পোশাকে পুলিশ রয়েছে। এ মন্দির শুধু নয় শহরের ১১৪টি মন্দিরে নিরাপত্তা দিচ্ছে পুলিশ। এখন পর্যন্ত কোনো জায়গা থেকে খারাপ কোনো খবর পাওয়া যায়নি।

এ সময় কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা পূজা উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
এমআরএম/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।