ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নওগাঁর আত্রাইয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২৪
নওগাঁর আত্রাইয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

নওগাঁ: নওগাঁর আত্রাইয়ে খালে মাছ ধরার সময় বজ্রপাতে রায়হান আলী মন্ডল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার ( ১১ অক্টোবর) দুপুরে আত্রাই উপজেলার উদয়পুর খালে এ ঘটনা ঘটে।

নিহত রায়হান আলী উপজেলার ক্ষুদ্রবিশা গ্রামের সাদেক আলীর ছেলে।

নওগাঁর আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: শাহাবুদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত রায়হানসহ বেশ কয়েকজন সকাল থেকেই উদয়পুর খালের পানি মাছ ধরছিল। দুপুরের দিকে ওই এলাকায় বজ্রপাত হলে রায়হান গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, সংবাদটি পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২৪
জেএইচ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।