ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিসিকের সাবেক প্যানেল মেয়র লিপন বক্স গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৪
সিসিকের সাবেক প্যানেল মেয়র লিপন বক্স গ্রেপ্তার

সিলেট: সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর মহানগর আওয়ামী লীগের সদস্য কাউন্সিলর মো. তৌফিক বক্স লিপনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ২টায় সিলেট নগরের মিরাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় হত্যা ও নাশকতার কয়েকটি মামলা রয়েছে।

লিপন বক্ম সিলেটের কোতোয়ালি থানাধীন কদমতলী এলাকার তসলিম বক্সের ছেলে।  

গ্রেপ্তার লিপনকে এসএমপির দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান র‌্যাব-৯-এর মিডিয়া অফিসার (সিনিয়র এসএমপি) মশিহুর রহমান সোহেল।  

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৪
এনইউ/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।