ঢাকা, বুধবার, ১ কার্তিক ১৪৩১, ১৬ অক্টোবর ২০২৪, ১২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ফেনীতে মূল্য তালিকা না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৪
ফেনীতে মূল্য তালিকা না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

ফেনী: ফেনীতে বিশেষ টাস্কফোর্সের অভিযানে পাকা ভাউচার ও মূল্য তালিকা না থাকায় পাঁচ প্রতিষ্ঠানকে ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) বিকেল থেকে শহরের বড় বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ।

জানা গেছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যদ্রব্যের বাজারদর নিয়ন্ত্রণে রাখতে শহরের বড় বাজারের আড়ত ও খুচরা বাজারে অভিযান পরিচালনা করে বিশেষ টাস্কফোর্স টিম। অভিযানে পাকা ভাউচার ও মূল্য তালিকা না থাকায় পাঁচ প্রতিষ্ঠানকে ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ব্যবসায়ীদের পাকা ভাউচার সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শন ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অ. দা.) কাউছার মিয়া বলেন, অভিযানে জরিমানা ছাড়াও ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সময় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অ. দা.) কাউছার মিয়া, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শহীদুল ইসলাম খোকন, কৃষি বিপণন কর্মকর্তা হারুন-উর-রশিদ, কারিগরি খাদ্য পরিদর্শক মো. জাফর ইকবাল ও ফেনী জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৪ 
এসএইচডি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।