ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মতলবে ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল বাবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৪
মতলবে ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল বাবার

চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সম্পত্তি নিয়ে বিরোধে ছেলে মো. রোমানের (২৬) ছুরিকাঘাতে বাবা মো. আব্দুস সোবহান (৫২) খুন হয়েছেন।

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের লুধুয়া আমতলা গ্রামের প্রধান বাড়িতে এ ঘটনা ঘটে।

 

ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত ছেলে মো. রোমান। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মো. রোমানের স্ত্রী মীম আক্তারকে (২০) থানায় নিয়ে গেছে পুলিশ।

সন্ধ্যায় এতথ্য নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল কবির, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক ও পুলিশের একটি দল।

নিহত আব্দুস সোবহানের ছোট ছেলে জাহিদ হাসান জানান, তার মেঝো ভাই প্রবাস ফেরত রোমান ধারালো ছুরি দিয়ে বাবার পেটে, বুকে ও বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত করে। এ কারণে বাবার প্রচুর রক্তক্ষরণ হয়। পরে আমরা বাবাকে চিকিৎসার জন্য মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, আব্দুস সোবহানের স্ত্রী মৃত শিরিন বেগম কয়েক বছর আগে মৃত্যুবরণ করেন। স্ত্রী মারা যাওয়ার দুই বছর পর থেকে আব্দুস সোবহান দ্বিতীয় বিয়ে করার জন্য ছেলেদের বললে ছেলেরা দ্বিমত পোষণ করেন এবং উল্টো ছেলেরা মিলে বাবাকে সম্পত্তি লিখে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন। এই নিয়ে বাবা ছেলেদের মধ্যে প্রায় বাগবিতণ্ডা ও ঝগড়াঝাটি হয়। মূলত এসব বিষয় নিয়ে হত্যার ঘটনা হয়েছে বলে স্থানীয়দের ধারণা।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল কবির জানান, বুধবার দুপুরে ছেলের ধারালো অস্ত্রের আঘাতে আব্দুস সোবহানের মৃত্যু হয়েছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  
তিনি আরও জানান, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হত্যায় অভিযুক্ত ছেলে মো. রোমান পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।