ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে অপহৃত কিশোরী উদ্ধার, রোহিঙ্গা যুবক গ্রেপ্তার 

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
কক্সবাজারে অপহৃত কিশোরী উদ্ধার, রোহিঙ্গা যুবক গ্রেপ্তার 

কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলার ১৩ বছর বয়সী এক কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণের অভিযোগ ওঠেছে রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় মামলাও হয়েছে রামু থানায়।

মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে অপহৃত কিশোরীকে উদ্ধার এবং অপহরণকারী রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাডি অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।

শনিবার (২৬ অক্টোবর) বিকেলে র‌্যাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে শুক্রবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকা থেকে অপহৃতকে উদ্ধারের পর অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান।  

গ্রেপ্তার মোহাম্মদ শাহ (২৪) উখিয়া উপজেলার কুতুপালং ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের জুবায়ের আহমদের ছেলে।  

অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, শুক্রবার সকালে রামু থানায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে অপহরণের ঘটনায় একটি মামলা করা হয়। মামলাটির সূত্র ধরে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে নিশ্চিত হয়ে রাতে কক্সবাজার শহরের বাজার ঘাটা এলাকা থেকে অপহৃতকে উদ্ধার করে রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করা হয়।  

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোহাম্মদ শাহ স্বীকার করেছে প্রথমে প্রেমের ফাঁদে এবং পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করে ছিল। উদ্ধার কিশোরী এবং গ্রেপ্তার যুবককে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।  

রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী জানান, কিছুদিন আগে মেয়ে এবং ছেলে উভয়ের বাবার চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি  হওয়ার সূত্র ধরে দুইজনের পরিচয় ঘটে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ১৭ অক্টোবর এ অপহরণের ঘটনা ঘটে। রোহিঙ্গা যুবককে সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
এসবি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।