ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বোমা বিস্ফোরণে আহত পরিচ্ছন্নতাকর্মীদের দেখতে হাসপাতালে স্থানীয় সরকার উপদেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
বোমা বিস্ফোরণে আহত পরিচ্ছন্নতাকর্মীদের দেখতে হাসপাতালে স্থানীয় সরকার উপদেষ্টা

ঢাকা: মোহাম্মদপুরে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চারজন আহত পরিচ্ছন্নতাকর্মীকে দেখতে রাজধানীর শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

বুধবার (৩০ অক্টোবর) রাত ১০টায় তিনি আহত পরিচ্ছন্নতাকর্মীদের দেখতে হাসপাতালে যান এবং তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এ সময় তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে আহত চিকিৎসাধীন শিক্ষার্থীদেরও শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কথা বলেন।  

বুধবার সকালে ডিএনসিসির ৩২নং ওয়ার্ডের অন্তর্গত মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় ডাস্টবিনে থাকা বোমা বিস্ফোরণ হয়ে ৪ জন পরিচ্ছন্নতাকর্মী আহত হন। আহতরা হলেন—মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮), সাইফুল ইসলাম (৪৭)। আহত পরিচ্ছন্নতাকর্মীরা রাজধানীর শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সরকার উপদেষ্টা হাসপাতালে আহতদের শারীরিক অবস্থার এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, আহতদের শরীরে কয়েকটি স্থানে ক্ষত হয়েছে, তবে সকলেই আশঙ্কামুক্ত।

উপদেষ্টা হাসান আরিফ আহত পরিচ্ছন্নতাকর্মীদের সার্বিক সুষ্ঠু চিকিৎসা নিশ্চিত করার বিষয়ে নির্দেশনা দেন। এ সময় উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রশাসক মো. মাহমুদুল হাসান। তিনি জানিয়েছেন, ডিএনসিসির পক্ষ থেকে আহত পরিচ্ছন্নতাকর্মীদের চিকিৎসার সব ব্যবস্থা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
এমএমআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।