ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীর বৃদ্ধ দম্পতি হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১

ডিস্ট্রিক্ট  করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৪
পটুয়াখালীর বৃদ্ধ দম্পতি হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১ আলী হোসেন

পটুয়াখালী: জেলার সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের বহালগাছিয়া গ্রামে চাঞ্চল্যকর বৃদ্ধ দম্পতি আশরাফ আলী হাওলাদার ও তার স্ত্রী হোসনে আরা বেগম হত্যার ঘটনায় মোহাম্মদ আলী হোসেন (৩২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  


রোববার (৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আহমেদ মাঈনুল হাসান।



গ্রেপ্তার আলী হোসেন টাউন বহালগাছিয়া এলাকার আব্দুল বারেক গাজীর ছেলে।

পুলিশ জানায়, গত ২০ জুলাই রাতে বৃদ্ধ দম্পতি আশরাফ আলী হাওলাদার (৭৭) ও তার স্ত্রী হোসনে আরা বেগম (৭০) নিজ ঘরে নৃশংসভাবে খুন হন। হত্যার কারণ হিসেবে মালামাল চুরির পাশাপাশি অন্য কোনো উদ্দেশ্য আছে কি না, সে বিষয়ে পুলিশ তদন্ত চলায়। পরে বরিশাল রেঞ্জের ডিআইজি এবং পটুয়াখালী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনা স্থান পরিদর্শন করেন।  

এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজলের নেতৃত্বে গত শুক্রবার (১ নভেম্বর) মোহাম্মদ আলী হোসেনকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, ২০ জুলাই রাতে আলী হোসেন ও তার সঙ্গীরা বৃদ্ধ দম্পতির বাড়িতে প্রবেশ করে তাদের হত্যা করে এবং মালামাল চুরি করার চেষ্টা করে বলে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেন।

এছাড়া এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো উদ্দেশ্য বা ইন্ধনদাতা রয়েছে কি না তা খতিয়ে দেখছে এবং অন্যান্য জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।