ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে যৌথ অভিযানে সাবেক মেয়র গ্রেপ্তার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৪
ময়মনসিংহে যৌথ অভিযানে সাবেক মেয়র গ্রেপ্তার 

ময়মনসিংহ: ময়মনসিংহে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় ফুলপুর পৌরসভার সাবেক শশধর সেনকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক।

  

রোববার (৩ নভেম্বর) বিকেলে সংশ্লিষ্ট মামলায় তাকে ময়মনসিংহের চিফ জুডিসিয়াল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

এর আগে এদিন ভোর রাতে ময়মনসিংহ নগরীর বাউন্ডারি রোড এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা।

পরে সেনা সদস্যরা আসামিকে ফুলপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে বলে জানান ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদী।  

তিনি জানান, শশধর সেনের বিরুদ্ধে গত ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সশস্ত্র হামলার ঘটনায় মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।    

প্রসঙ্গত, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর স্থানীয় সরকার বিভাগের উপসচিব মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে দেশের ৩২৩টি পৌরসভার সঙ্গে ফুলপুর পৌরসভার মেয়রও অপসারিত হন। এর আগে ২০২১ সালে অনুষ্ঠিত পৌর নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নিয়ে মেয়র হয়েছিলেন শশধর সেন। তবে গত ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।