ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ২৯০ কেজি পলিথিন জব্দ, জরিমানা ৩৫ হাজার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৪
নারায়ণগঞ্জে ২৯০ কেজি পলিথিন জব্দ, জরিমানা ৩৫ হাজার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগের ব্যবহার রোধে শহরের সবচেয়ে বড় পাইকারি বাজার দ্বিগু বাবুর বাজারে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর।

এ সময় তিনটি দোকান থেকে ২৯০ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ উদ্ধার ও পলিথিন রাখায় ৩৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

সোমবার (৩ নভেম্বর) জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার মো. আল মামুনের নেতৃত্বে দিগুবাবুর বাজারে এ অভিযান চালানো হয়।

এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এ এইচ এম রাসেদ।

এ সময় অভিযানে মেসার্স এলভি ট্রেডার্সকে ২৪০ কেজি পলিথিন রাখায় ২০ হাজার, মেসার্স ফাতেমা স্টোরকে ২১ কেজি পলিথিন রাখায় ৫ হাজার ও মেসার্স সেহান স্টোরকে ২৯ কেজি পলিথিন রাখায় ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

নারায়ণগঞ্জে নিষিদ্ধ পলিথিন ব্যাগের উৎপাদন, মজুদ ও ব্যবহার রোধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৪
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।