ঢাকা: বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) এ কে এম আফতাব হোসেন প্রামাণিককে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। এরপর তাকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে (মঙ্গলবার (৫ নভেম্বর) প্রজ্ঞাপন জারি করা হয়।
চাকরির বয়স শেষ হওয়ায় গত ৩০ অক্টোবর ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচি মু. আ. হামিদ জমাদ্দারকে ৪ নভেম্বর থেকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়। আর ৫ নভেম্বর থেকে তার অবসরোত্তর ছুটি শুরু হয়।
আফতাব হোসেন প্রামাণিক বিসিএস (প্রশাসন) ক্যাডারের একাদশ ব্যাচের একজন সদস্য। তিনি গত ৩০ জানুয়ারি পর্যটন করপোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) পদে যোগদান করেন। পর্যটন করপোরেশনে যোগদানের আগে তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি স্থানীয় সরকার বিভাগে অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগে যুগ্ম সচিব ও উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়াও তিনি বিদেশে বিভিন্ন দূতাবাস এবং মাঠ পর্যায়ে কাজ করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন আফতাব হোসেন প্রামাণিক।
বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২৪
এমআইএইচ/এমজেএফ