ঢাকা: বিমসটেক এনার্জি সেন্টার প্রতিষ্ঠার লক্ষে ভারত সরকারের সঙ্গে চুক্তি সই হয়েছে। ভারতের বেঙ্গালুরুতে এ সেন্টার প্রতিষ্ঠিত হবে।
রোববার (১০ নভেম্বর) ঢাকার বিমসটেক সচিবালয় এ তথ্য জানিয়েছে।
বিমসটেক এনার্জি সেন্টার প্রতিষ্ঠার লক্ষে দিল্লিতে এ চুক্তি সই হয়েছে। বিমসটেক সচিবালয়ের পক্ষে ইন্দ্র মণি পান্ডে ও ভারতের পক্ষ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব). জয়দীপ মজুমদার চুক্তি সই করেন।
বিমসটেক এনার্জি সেন্টার একটি আঞ্চলিক এনার্জি ডাটাবেস পরিচালনা করবে। একই সঙ্গে আন্তঃবিমসটেক প্রকল্পগুলোর জন্য সম্ভাব্যতা যাচাই পরিচালনা করবে। বিমসটেক সদস্য দেশগুলোর জাতীয় সংস্থার মধ্যে নেটওয়ার্কিংয়ের জন্য একটি কাঠামো তৈরি করে সহযোগিতা বৃদ্ধি করবে। এটি গ্রিড আন্তঃসংযোগ, দক্ষতা অর্জনের মাধ্যমে এনার্জি সুরক্ষাকে উন্নীত করবে। এ সেন্টার প্রশিক্ষণের জন্য সক্ষমতা বৃদ্ধি, আন্তঃসীমান্ত বিনিয়োগ এবং পরিকাঠামো উন্নয়নকে উৎসাহিত করবে।
বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাতটি দেশ নিয়ে গঠিত বিমসটেক। এর সদস্য দেশ হলো-বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলংকা এবং থাইল্যান্ড। বিমসটেকের সদর দপ্তর ঢাকায়।
বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
টি আর/জেএইচ