ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রিয়াদে আরব-ইসলামিক সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
রিয়াদে আরব-ইসলামিক সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা

ঢাকা: সৌদি আরবের রিয়াদে এক শীর্ষ সম্মেলনে একত্রিত হয়েছেন আরব ও মুসলিম নেতারা। ওই সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীদের অধিবেশনে যোগ দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব  দিচ্ছেন। মন্ত্রী পর্যায়ের অধিবেশনে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

সোমবার (১১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অধিবেশনে উদ্বোধনী বক্তব্য রাখেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। উদ্বোধনী অধিবেশনে আরব লিগ ও ওআইসি  মহাসচিব, ফিলিস্তিনের প্রধানমন্ত্রী ও লেবাননের পররাষ্ট্রমন্ত্রী বক্তব্য রাখেন।

ওআইসি সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ইসরায়েলি নৃশংসতার তীব্র নিন্দা জানান এবং ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্ত অনুসরণ করে দ্বি-রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার জন্য সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

মন্ত্রী পর্যায়ের অধিবেশনে ফিলিস্তিন এবং লেবাননের ওপর চলমান ইসরায়েলি আগ্রাসন, এই অঞ্চলের ওপর  প্রতিক্রিয়া এবং গৃহীত পদক্ষেপগুলিকে তুলে ধরার পর আরব-ইসলামিক শীর্ষ সম্মেলনে একটি খসড়া প্রস্তাব পেশ করা হয়। শীর্ষ সম্মেলনের আগে ওআইসি ও আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীদের অধিবেশন অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন রিয়াদে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এর আগে গত ৯ নভেম্বর ৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল রিয়াদে পৌঁছায়।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, নভেম্বর ১১,  ২০২৪
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।