ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

চোরাই পথে আনা বিপুলসংখ্যক মোবাইল জব্দ, আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
চোরাই পথে আনা বিপুলসংখ্যক মোবাইল জব্দ, আটক ১

ঢাকা: রাজধানীর মাতুয়াইলে চোরাই পথে আনা বিপুলসংখ্যক মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। এ সময় একটি প্রাইভেট কারসহ একজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, চোরাই পথে আনা বিপুলসংখ্যক মোবাইল ফোন জব্দ এবং একটি প্রাইভেট কারসহ একজন আটক করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভার পার হয়ে মাতুয়াইল শিশু হাসপাতালের সামনে পুলিশের অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
এমএমআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।