ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে জেলা পুলিশের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৪
খাগড়াছড়িতে জেলা পুলিশের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে জেলা পুলিশের উদ্যোগে পৌর টাউন হলে এর আয়োজন কর হয়।

এতে প্রধান অতিথি ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ।

সম্প্রীতি সমাবেশে জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার আরেফিন জুয়েল এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের নেতারা উপস্থিত ছিলেন।

সমাবেশের শুরুতে পুলিশ সুপার জুলাই আগস্টের বিপ্লবে শহীদদের স্মরণ করে এ সম্প্রীতি সমাবেশের উদ্দেশ্য তুলে ধরেন।

পরে উন্মুক্ত আলোচনায় পাহাড়ের নানা সমস্যা, পার্বত্য চট্টগ্রাম চুক্তি, সংঘাত-সংঘর্ষ বন্ধ, পাহাড়ি বাঙালির মাঝে সম্প্রীতি বজায় রাখা, জোরদার, নিরাপত্তায় প্রশাসনের ভূমিকাসহ এ ধরনের সমাবেশের ওপর গুরুত্ব উঠে আসে।  

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ডিসেম্বর 
এডি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।