ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বিজয় দিবস উপলক্ষে ১৬ কারাবন্দির সাজা মওকুফ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৪
বিজয় দিবস উপলক্ষে ১৬ কারাবন্দির সাজা মওকুফ ফাইল ছবি

ঢাকা: মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ জন সাজাপ্রাপ্ত কারাবন্দির অবশিষ্ট সাজা মওকুফ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল-ফরহাদ এক প্রেস নোটে এ তথ্য জানান।

এতে বলা হয়, আসন্ন ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দেশের সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি ১৬ জন অর্ধেকের বেশি সাজাভোগ করা কয়েদির অবশিষ্ট কারাদণ্ড মওকুফ করেছেন। সে মোতাবেক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে ওই বন্দিদের কারাগার থেকে মুক্তি দিতে আদেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২৪
এমআইএইচ/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।