ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৩ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২৪
পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল

ঢাকা: বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল আনা হয়েছে। একসঙ্গে ১৪ জনকে বদলি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বদলিকৃত সবাই ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, উপ-পুলিশ কমিশনার ও পুলিশ সুপার পদমর্যাদার।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

প্রথম প্রজ্ঞাপনে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের উপ-পুলিশ মহাপরিদর্শক এস এন মো. নজরুল ইসলামকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে এবং এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক সুলতানা নাজমা হোসেনকে ডিএমপির যুগ্ম কমিশনার হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

দ্বিতীয় প্রজ্ঞাপনে, ডিএমপির সাবেক কমিশনার (বর্তমানে পুলিশ অধিদপ্তরে রিপোর্টকৃত) মো. মাইনুল হাসানকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) হিসেবে, ঢাকা শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি কাজী মো. ফজলুল করিমকে পুলিশ অধিদপ্তরের ডিআইজি হিসেবে, ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মো. আবু কালাম সিদ্দিককে ঢাকা শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি হিসেবে, ডিএমপির যুগ্ম কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহানকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে এবং জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. দেলোয়ার হোসেনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

তৃতীয় প্রজ্ঞাপনে, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জসীম উদ্দিনকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার হিসেবে, টিডিএসের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামানকে ঢাকা পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার হিসেবে, বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলামকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার হিসেবে, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামানকে সিআইডির পুলিশ সুপার হিসেবে, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিনকে সিআইডির পুলিশ সুপার হিসেবে, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার হিসেবে এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে। তারা সবাই সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব আবু সাঈদ। প্রজ্ঞাপনগুলোয় বলা হয়, বদলি ও পদায়কৃত কর্মকর্তাদের এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বাংলাদেশ সময়: ০১০৩ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২৪
এসসি/এমজে

 
 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।