ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় ৮ দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
ফতুল্লায় ৮ দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় আটটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিনগত রাত ১টা ৫০ মিনিটে ফতুল্লার ভোলাইল মিষ্টির দোকান সংলগ্ন আট দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেশনের তিনটি ইউনিট প্রায় ১ ঘণ্টার চেষ্টায় রাত ২টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে দোকানগুলোর প্রায় সব মালামাল পুড়ে গেছে।

পুড়ে যাওয়া আট দোকানের মধ্যে রয়েছে- কাঁচামাল, মুদি দোকান, চায়ের দোকান ও হোটেল।

স্থানীয় ব্যবসায়ী সাকিব হক বলেন, রাত ১ টা ৫০ মিনিটের দিকে আগুন লাগে। আমরা স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।  

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, খবর পেয়ে আমাদের ফতুল্লা স্টেশনের তিনটি ইউনিট ১ ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণ করেছে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।  

এ ঘটনায় প্রায় ১১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছ। আনুমানিক ১৬ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
এমআরপি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ