ঢাকা: রাজধানীর কদমতলী এলাকা থেকে ২৪ কেজি গাঁজা ও পিকআপ ভ্যানসহ তিন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ।
গ্রেপ্তার তিনজন হলেন, মো. সাগর (২৬), মো. রতন মুন্সী (৩৭) ও মো. আরিফ শেখ (২৭)।
বুধবার (১১ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাত ১১টার দিকে কদমতলী থানার মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানসহ তিনজনকে গ্রেপ্তার করে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের অ্যান্টি ইলিগ্যাল আর্মস অ্যান্ড ক্যানাইন টিম। এ সময় পিকআপটির পেছন থেকে ২৪ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ দুই হাজার টাকা জব্দ করা হয়। জব্দ করা গাঁজার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা। এ ঘটনায় গ্রেপ্তার তিনজনসহ মোট ছয়জনের বিরুদ্ধে কদমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আসামিরা কুমিল্লা জেলার পলাতক আসামি খায়েরের কাছ থেকে জব্দ করা গাঁজা সংগ্রহ করে পলাতক আমির শেখ ও সোহেলের কাছে হস্তান্তর করার জন্য কদমতলী ওই স্থানে অবস্থান করছিলেন। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজাসহ অবৈধ মাদক সংগ্রহ করে কদমতলী এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।
কদমতলী থানার মামলায় আসামিদের আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
এমএমআই/আরআইএস