খাগড়াছড়ি: খাগড়াছড়িতে জিপগাড়ি উল্টে মো. মনির হোসেন (২৪) নামে একজন নিহত হয়েছেন।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল সড়ে ১০টার দিকে ভাইবোনছড়া ইউনিয়নের দুর্গম রাইন্যাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনির হোসেনে ভাই-বোন ছড়া ইউনিয়নের পূর্ব মুসলিম পাড়া এলাকার মো. সোলাইমানের ছেলে। পেশায় গাড়ি চালক।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ভাই-বোনছড়া বাজার থেকে জিপ গাড়িটি বাঁশ আনতে যাওয়ার পথে রাইন্যাবাড়ি এলাকায় পাহাড় উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের দিকে উল্টে পড়ে যায়। এ সময় গাড়ির নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায় মনির হোসেন। তবে মনির হোসেন দুর্ঘটনার শিকার গাড়ির চালক ছিলেন না।
খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, দুর্ঘটনায় নিহত মনির হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৪
এডি/জেএইচ