ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হাতীবান্ধা হিসাবরক্ষণ অফিসারের বিরুদ্ধে অপহরণের অভিযোগ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৪
হাতীবান্ধা হিসাবরক্ষণ অফিসারের বিরুদ্ধে অপহরণের অভিযোগ 

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলামের বিরুদ্ধে এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে।

অভিযোগে ওই ছাত্রীর বাবা দাবি করেন, উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে রুহুল আমিন দীর্ঘ ৬/৭ মাস ধরে তার মেয়েকে উত্ত্যক্ত করে আসছিলেন।

একপর্যায়ে তার মেয়েকে বিয়ের প্রস্তাবও দেন যুবক রুহুল আমিন। এতে রাজি না হওয়ায় হাতীবান্ধা উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলামসহ অন্য আসামিরা তার মেয়েকে গত ২৬ নভেম্বর রাতে অপহরণ করে মাইক্রোবাসে করে গোপন স্থানে নিয়ে যান। এ ঘটনায় পরদিন ২৭ নভেম্বর সিরাজুল ইসলাম ও রুহুল আমিনসহ ৭ জনের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় একটি অভিযোগ দায়ের করেন তিনি। তবে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও গত ২৬ দিনেও অপহরণের শিকার তার মেয়েকে উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে অপর একটি সূত্র বলছে, ছেলে-মেয়ে দুজন পালিয়ে গিয়ে বিয়ে করেছেন।  

হাতীবান্ধা উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, ওই ছাত্রীর বাবা অহেতুক তাকে দোষারোপ করছেন। পারিবারিকভাবে তিনি রুহুল আমিনের পরিচিত কিন্তু এ ঘটনার সঙ্গে তিনি জড়িত নন। হয়রানি করতেই তাকে জড়িয়ে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে।  

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন-নবী জানান, অপহরণের শিকার কলেজছাত্রীকে উদ্ধারে পুলিশি অভিযান চলছে। পাশাপাশি পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।