ঢাকা: রাজধানীর দারুস সালাম এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তালিকাভুক্ত তিন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গ্রেপ্তাররা হলেন- মো. হারুন (৩৮), মো. রাজু শেখ (৫০) ও মো. আরিফ (৩৯)।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, সোমবার (২৩ ডিসেম্বর) রাতে দারুস সালাম থানা এলাকায় অভিযান পরিচালনা করে এই তিন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করে ডিএমপির দারুস সালাম থানা পুলিশ।
দারুস সালাম থানা সূত্রে জানা গেছে, সোমবার রাতে থানা এলাকায় ছিনতাই প্রতিরোধ ও মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান ডিউটির সময় দারুস সালাম থানার টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পায়, কতিপয় ছিনতাইকারী ছিনতাইয়ের জন্য রাস্তায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে টহল টিম অভিযান পরিচালনা করে হারুন, রাজু ও আরিফ নামের তিনজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৪
এসসি/এমজে