ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিএসএফের বিরুদ্ধে ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৪
বিএসএফের বিরুদ্ধে ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

সিলেট: গোয়াইনঘাট উপজেলার তামাবিল এলাকার সোনাটিলা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী (বিএসএফ), এমন অভিযোগ উঠেছে।

রোববার (২৩ ডিসেম্বর) রাতে সীমান্ত সংলগ্ন এলাকা থেকে তাদের ধরে নেওয়া হয়।

সোমবার (২৪ ডিসেম্বর) ভারতের মেঘালয় রাজ্যের জোয়াইন পুলিশ স্টেশনে বিএসএফ তাদের হস্তান্তর করে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বা পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, বিষয়টি বিভিন্ন সোর্সের মাধ্যমে শুনেছি। কিন্তু এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। এমনকি গোয়াইনঘাট থানায় কোনো মিসিং কেসও করা হয়নি।

স্থানীয় ইউপি সদস্য ও পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, ধরে নিয়ে যাওয়া হয়েছে এমন কয়েকজন শ্রমিকের স্বজনের সঙ্গে যোগাযোগ করে তাদের অবস্থান জানতে চেয়েছি। যাদের ধরে নিয়ে গেছে তারা গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা কেন সীমান্তে গিয়েছিলেন বা কীভাবে বিএসএফ তাদের ধরে নিয়ে গেছে সে বিষয়টি নিশ্চিত করে বলতে পারছি না।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মো. তোফায়েল বলেন, বিএসএফ কর্তৃক ধরে নিয়ে যাওয়া ১৩ যুবক চোরাই পণ্য আনতে গিয়ে ধরা পড়েছে, এমন খবর পেয়েছি। এর বেশি কোনো কিছু জানা যায়নি। আমরা খবর নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৪
এনইউ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।