ঢাকা : ঢাকা থেকে কাশিয়ানী জংশন হয়ে খুলনা ও বেনাপোল রুটে নতুন দুই জোড়া যাত্রীবাহী ট্রেন চলাচল উদ্বোধন।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মাদ ফাওজুল কবির খান রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে খুলনা-ঢাকা-খুলনা রুটে ‘জাহানাবাদ এক্সপ্রেস’ এবং বেনাপোল-ঢাকা- বেনাপোল রুটে ‘রূপসী বাংলা এক্সপ্রেস’ ট্রেন দুটির চলাচল উদ্বোধন করেন।
সাপ্তাহিক একদিন (সোমবার) বিরতি রেখে ট্রেন দুটি নিয়মিত এই রুটগুলোতে চলাচল করবে। নতুন চালুকৃত এ ট্রেনযোগে মাত্র পৌনে চার ঘণ্টায় ঢাকা থেকে খুলনা/বেনাপোল পৌঁছানো যাবে।
এর আগে ট্রেনযোগে ঢাকা থেকে টাঙ্গাইল-ঈশ্বরদী হয়ে খুলনা যেতে সময় লাগতো ৯ ঘণ্টা ৩০ মিনিট এবং রাজবাড়ী হয়ে বেনাপোল যেতে ৭ ঘণ্টা ৩৫ মিনিট অর্থাৎ নতুন চালুকৃত ট্রেনযোগে ঢাকা-খুলনা/বেনাপোল যাতায়াতে সময় সাশ্রয় হবে যথাক্রমে ৫ ঘণ্টা ৩৫ মিনিট ও প্রায় ৪ ঘণ্টা।
ঢাকা-খুলনা ঢাকা রুটে একজন যাত্রীকে একক যাত্রায় ভাড়া দিতে হতো শোভন চেয়ারে ৬৩০ টাকা ও স্নিগ্ধা শ্রেণিতে ১২০৮ টাকা। বর্তমানে একই গন্তব্যে যেতে একজন যাত্রীকে ভাড়া দিতে হবে শোভন চেয়ারে ৪৪৫ টাকা ও স্নিগ্ধা শ্রেণিতে ৮৫১ টাকা অর্থাৎ শ্রেণিভেদে একই গন্তব্যে ভাড়া কমছে যথাক্রমে ১৮৫ ও ৩৫৭ টাকা। অন্যান্য ক্যাটাগরির আসনেও অনুরূপভাবে খরচ সাশ্রয় হয়েছে।
সোমবার সকাল ০৬.০০ টায় খুলনা থেকে ছেড়ে আসা জাহানাবাদ এক্সপ্রেস (৮২৫) ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে স্বাগত জানানোর মধ্য দিয়ে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বর্ণিত দুই জোড়া ট্রেনের আনুষ্ঠানিক চলাচল উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন এবং রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৪
জিসিজি/এসআইএস