ঢাকা: মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি সাইবার অপরাধ নিয়ন্ত্রণে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
মঙ্গলবার (ডিসেম্বর ২৪) উপদেষ্টা পরিষদের ১৭তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, উপদেষ্টা পরিষদ-বৈঠকের আলোচনা অনুযায়ী লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক উপস্থাপিত ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়া উপদেষ্টা পরিষদ বৈঠকে অনুমোদন করা হয়েছে।
পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪’ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সাইবার সিকিউরিটি অ্যাক্টটাকে স্ক্র্যাপ করা হয়েছে। কারণ এটা এত বেশি বিতর্কিত, এটাকে আসলে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ব্যবহার করেছেন ভিন্ন মতকে দমন করার জন্য, মুখ বন্ধ করে দেওয়ার জন্য। বা দেশে একটা ভয়ের পরিবেশ তৈরির জন্য। কেউ যেন তার মতকে মুক্তভাবে প্রকাশ করতে না পারে। সেটাকে পরিবর্তন করে এখন একটা সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুমোদন করা হয়েছে।
প্রেস সচিব বলেন, ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪’ এর মূল বিষয় হচ্ছে আমরা সাইবার স্পেসকে সবার জন্য নিরাপদ করতে চাই। সাইবার স্পেসে অনেক ধরনের অপরাধ হয়, অনেকে প্রতারিত হন। মা বোনরা অনেক ধরনের বুলিংয়ের শিকার হন। শিশুদের অনেক ধরনের বুলিংয়ের শিকার হতে হয়।
সাইবার স্পেস নিরাপদ করা এটা সরকারের দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৪
এমইউএম/এসআইএস