খাগড়াছড়ি: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহালছড়ি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) গভীর রাতে র্যাব-৭ এর সহযোগিতায় চট্টগ্রামের কোতোয়ালী থানার মোড় থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিকে বিধি মোতাবেক আইনি প্রক্রিয়া শেষে খাগড়াছড়ি আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, জসিম উদ্দিনের বিরুদ্ধে গত ৩ সেপ্টেম্বর মহালছড়ি থানায় একটি মামলা করা হয়। মামলা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৪
এডি/এমজেএফ