ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দুর্বৃত্তদের হামলা: জনবাণী পত্রিকার সম্পাদকসহ আহত ৪ সাংবাদিক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৪
দুর্বৃত্তদের হামলা: জনবাণী পত্রিকার সম্পাদকসহ আহত ৪ সাংবাদিক

ঢাকা: দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক, ব্যবস্থাপনা সম্পাদকসহ চার সাংবাদিকের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শাহবাগের বাংলামোটর প্লানাস টাওয়ার এলাকায় পত্রিকাটির কার্যালয়ের পাশে এ হামলা হয়।

হামলার ঘটনায় জনবাণী পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ শাহ, বিশেষ প্রতিনিধি বশির হোসেন খান এবং অনলাইন সম্পাদক আতাউর হোসেন আহত হন।

পরে সন্ধ্যা ৬টায় তাদের ঢাকা মেডিকেলে হাসপাতালে নেওয়া হয়। সেখানে আহত সবাই চিকিৎসা নেন। সম্পাদক শফিকুল ইসলাম গুরুতর আহত।

আহত সাংবাদিক বশির হোসেন খান বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ করে ২০/২২ জনের একটি দুর্বৃত্ত দল অতর্কিত হামলা চালায়। তখন আমরা কিছুই বুঝতে পারছিলাম না। ধারণা করা হচ্ছে, পূর্ব পরিকল্পিতভাবে তারা আমাদের ওপর হামলা করেছে। আমরা তাদের কাউকে চিনতে পারিনি।

ঘটনার আগে রমজান নামে এক ব্যক্তি জনবাণী পত্রিকার কার্যালয়ে গিয়েছিল হুমকি দিয়েছিল। তখন আমরা বাহিরের থেকে অফিসে যাচ্ছিলাম, আমাদেরকে অফিস না পেয়ে দুর্বৃত্তরা আমাদের খোঁজে বের হয়ে রাস্তায় পেয়ে হামলা চালায়।

তারা (হামলাকারীরা) আমাদেরকে পেয়ে প্রথমে নাম জিজ্ঞেস করে। এরপর হামলা চালায়। এমনভাবে এসেছিল, মনে হয়েছে দূর থেকে কেউ দেখিয়ে দিয়েছে। হামলায় সম্পাদকের মাথা, হাত ও পিঠে ক্ষত হয়েছে।

প্রাথমিকভাবে বিষয়টি শাহবাগ থানা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। হামলার ঘটনায় মামলা হবে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প (ইনচার্জ) পরিদর্শক মো. ফারুক জানান, মারধরের শিকার ৪ সাংবাদিক হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৪
এজেডএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।