ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সচিবালয়ের অগ্নিকাণ্ড, কাজ করছে তদন্ত কমিটি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৪
সচিবালয়ের অগ্নিকাণ্ড, কাজ করছে তদন্ত কমিটি

ঢাকা: সচিবালয়ের ৭ নম্বর ভবনের অগ্নিকাণ্ডের ঘটনা ও কারণ উদঘাটনে কাজ করছে তদন্ত কমিটি।  

শুক্রবার (২৭ ডিসেম্বর) তদন্ত কমিটির সদস্যরা সচিবালয় যান।

সূত্র জানায়, ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী এবং ফায়ার সার্ভিসের ডিজি বিগ্রেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল সচিবালয়ে আসেন৷ 

এর আগে সকালে তদন্ত কমিটির সদস্যরা সচিবালয়ে আসেন এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেন বলে জানা গেছে ৷ 

এছাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও প্রবেশ করেছেন বলেও জানা যায়। বৃহস্পতিবারের মতো শুক্রবারও সচিবালয়ে সাংবাদিকদের যেতে দেওয়া হয়নি ৷

বৃহস্পতিবার( ২৬ ডিসেম্বর) সচিবালয়ের ৭ নম্বর ভবনের ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং ভবনটি মারাত্বকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ 

সচিবালয়ের সাত নম্বর ভবনে পানি সম্পদ মন্ত্রণালয়; যুব ও ক্রীড়া মন্ত্রণালয়; ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়; ডাক ও টেলিযোগাযোগ বিভাগ; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ; শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়; অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৪
এসকে/এসআইএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।