ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

প্রাতিষ্ঠানিক সংস্কার টেকসই গণতন্ত্রের বীজ বপন করতে পারে: উপদেষ্টা নাহিদ ও মাহফুজ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
প্রাতিষ্ঠানিক সংস্কার টেকসই গণতন্ত্রের বীজ বপন করতে পারে: উপদেষ্টা নাহিদ ও মাহফুজ

ঢাকা: প্রাতিষ্ঠানিক সংস্কার বাংলাদেশে প্রকৃত ও টেকসই গণতন্ত্রের বীজ বপন করতে পারে বলে জোর দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম এবং মাহফুজ আলম।

রোববার (২৯ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ‘নতুন বাংলাদেশ বিনির্মাণ: সংস্কার ও বৈদেশিক নীতি’ বিষয়ক ‘ফরেন পলিসি ডায়ালগ’ সিরিজের প্রথম পর্বে উত্থাপিত প্রশ্নের জবাবে তারা এ অভিমত ব্যক্ত করেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি  উপদেষ্টা নাহিদ ইসলাম এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম সংলাপে অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন।

অনুষ্ঠানের শুরুতে জুলাই-আগস্ট বিপ্লবের শহীদদের জন্য এক মিনিটের নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে ২০২৪ সালের জুলাই-আগস্টের ঘটনাগুলোর ওপর একটি বিশেষ সংক্ষিপ্ত তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

তরুণ উপদেষ্টাদের নির্ভীক ভূমিকার প্রশংসা করে পররাষ্ট্রসচিব বলেন, তরুণরা আবারও প্রমাণ করেছে দেশের ইতিহাসের যেকোনো সংকটকালে তারা নেতৃত্বের ভূমিকা নিতে পারে।

অন্তর্বর্তী সরকার কর্তৃক গৃহীত সংস্কার উদ্যোগের কথা উল্লেখ করে, তিনি উপদেষ্টাদের সঙ্গে এক সংলাপে নিযুক্ত হন এবং পররাষ্ট্রনীতি, সংস্কার, গণঅভ্যুত্থান এবং বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে তাদের মতামত জানতে চান।

প্রশ্নোত্তর অধিবেশনে এক প্রশ্নের জবাবে উভয় উপদেষ্টা একমত হন যে, বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে গড়ে তুলতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অগ্রণী ভূমিকা নিতে হবে।

অনুষ্ঠানে দুই উপদেষ্টাকে জুলাই-আগস্ট বিপ্লবের স্মরণে স্মারক হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ২২৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।