ঢাকা, রবিবার, ২০ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় জবুথবু সিরাজগঞ্জ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৫
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় জবুথবু সিরাজগঞ্জ প্রকৃতি যেন আচ্ছন্ন হয়ে আছে কুয়াশার চাদরে

সিরাজগঞ্জ: মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার পাশাপাশি উত্তরীয় ঠান্ডা বাতাসের কারণে তীব্র শীতে কাঁপছে যমুনাপাড়ের জেলা সিরাজগঞ্জ।  

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল থেকেই কুয়াশার চাদরে ঢাকা পড়েছে সিরাজগঞ্জ।

 

ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কসহ জেলার সব রুট। দুপুর গড়িয়েও কুয়াশা কিছুটা কমলেও দেখা মেলেনি সূর্যের দেখা। তবে সকাল থেকেই উত্তরীয় হিমেল বাতাস বইছে। বৃষ্টির মতো ঝিরিঝিরি ঝরছে শিশির। ফলে প্রচণ্ড শীতে কাঁপছে সিরাজগঞ্জ।

সবচেয়ে বিপাকে পড়েছেন দিন এনে দিন খাওয়া কর্মজীবী মানুষগুলো। রিকশাচালক, কৃষি শ্রমিক, মাটিকাটা শ্রমিক, নির্মাণ শ্রমিক, ফুটপাতের দোকানিরা স্বাভাবিকভাবে তাদের কাজকর্ম করতে পারছে না।

শাহজাদপুর বাঘাবাড়ী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে এ অঞ্চলে এটাই সর্বনিম্ন তাপমাত্রা।  

তাড়াশ কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। উত্তরীয় শীতল বাতাস বয়ে চলার কারণে একটু বেশি শীত অনুভূত হচ্ছে। তাছাড়া সিরাজগঞ্জ নদী ও বিল অঞ্চল হওয়ায় ঘন কুয়াশা একটু বেশি থাকে। তবে এখন পর্যন্ত এখানে শৈত্যপ্রবাহ নেই। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যন্ত আবহাওয়া এমনটা থাকার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।