জামালপুর: জামালপুরে মুজিব বাহিনীর ব্যানারে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের মিছিলের প্রতিবাদে শহরের দয়াময়ী চত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
রোববার (২৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টা থেকে শহরের ফৌজদারি মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে দয়াময়ী মোড়ে আসেন তারা।
সড়ক অবরোধ করে ফুটবল ও লুডু খেলাও করতে দেখা যায় শিক্ষার্থীদের। এছাড়া টায়ারে আগুন জ্বালিয়ে দেওয়া হয়।
শিক্ষার্থীরা জানান, জামালপুর ৫ আগস্টের পর থেকে বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের ব্যানারে বিভিন্ন স্থানে মিছিল করে। এর প্রতিবাদে আজ শহরের দয়াময়ী চত্বর অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। রাঘব বোয়ালদের গ্রেপ্তার না করাসহ আসামিদের দ্রুত জামিনের প্রতিবাদ জানায় তারা।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতাসহ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেন তারা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলা শাখার আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস বলেন, বিভিন্ন সময় আমরা দেখেছি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ মিছিল করছে, দুই দিন আগেও দিনের বেলায় আওয়ামী লীগের ব্যানারে মিছিল করেছে। এর দায় প্রশাসনকেই নিতে হবে। এছাড়া রাঘব বোয়ালদের আটক না করে চুনোপুঁটি গ্রেপ্তার করছে। তাদের আবার জামিনেও ছেড়ে দেওয়া হচ্ছে। এ দায় প্রশাসনকেই নিতে হবে। আমরা ফ্যাসিস্টদের ছাড়া দেবো না।
তবে পুলিশ বলছে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৫
জেএইচ