ঢাকা, মঙ্গলবার, ১৪ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

সাজেকে চাঁদের গাড়ি উল্টে ৬ পর্যটক আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৫
সাজেকে চাঁদের গাড়ি উল্টে ৬ পর্যটক আহত

খাগড়াছড়ি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে যাওয়ার পথে পর্যটকবাহী একটি জিপ (চাঁদের গাড়ি) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ছয় পর্যটক আহত হয়েছেন।  

সোমবার(২৭ জানুয়ারী) দুপুরে সাজেকের মাচালং নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

আহত পর্যটকদের সঙ্গে কথা বলে জানা যায়, ৪৫ জন পর্যটক নাটোর থেকে তিনটি চাঁদের গাড়িতে করে সাজেকের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে অতিরিক্ত গতি থাকায় গাড়িটি মোড় ঘুরতে গিয়ে সড়কে উল্টে যায়। সেনাবাহিনীর সহযোগিতায় আহদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসা হয়।  

আহতরা হলেন, আব্দুল হাই (৪০), মো. ইনতাজ আলী (৪০), মো. আশরাফ (৫০), মো. নুরুল ইসলাম (৬২), মো. রুবেল (৩০) ও আল আমিন (৩২)।

হাসপাতালের চিকিৎসক মহিমা বড়ুয়া বলেন, আহত ছয় জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  

শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেলেও তাদের কারো অবস্থা গুরুতর নয় বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৫
এডি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।