ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে যৌথবাহিনীর অভিযানে পিস্তলসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৫
দিনাজপুরে যৌথবাহিনীর অভিযানে পিস্তলসহ আটক ১ জব্দ পিস্তল ও গুলি

দিনাজপুর: দিনাজপুরে যৌথবাহিনীর অভিযানে একটি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ ছাদেকুল ইসলাম (৪১) নামে একজনকে আটক করা হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোর রাত ৪টার দিকে সদর উপজেলার ৮ নম্বর শংকরপুর ইউনিয়নের শংকরপুর সোনাহার পাড়া এলাকায় তার নিজ বাসা থেকে পিস্তল-গুলিসহ তাকে আটক করা হয়।

 

আটক ছাদেকুল ওই এলাকার আলাউদ্দিনের ছেলে।

এ বিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে মেজর তানভীরের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে ছাদেকুলের বাড়িতে তল্লাশি চালিয়ে দেশীয় একটি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।