ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

কাফরুলে ছুরিকাঘাতে যুবক হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৫
কাফরুলে ছুরিকাঘাতে যুবক হত্যা

ঢাকা: রাজধানীর মিরপুরে কাফরুল এলাকায় মেহেদী হাসান (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সুমন ও রনিসহ বেশ কয়েকজনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেছে পরিবার।

কাফরুল থানায় মামলাটি দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেরুয়ারি) কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার (১০ ফেব্রুয়ারি) সেনপাড়া এলাকার মেট্রোরেলের ২৬০ নম্বর পিলারের সামনে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। ছুরিকাঘাতের ঘটনার পর মেহেদীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসক জানান, তার মৃত্যু হয়েছে।

এসআই মো. হাসানুর রহমান আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে মেহেদীর বন্ধুদের সঙ্গে কোনো একটি বিষয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে। পরে হাসপাতালে মেহেদী মারা যায়। এ বিষয়ে নিহতের পরিবারের তরফ থেকে একটি মামলা করা হয়েছে। বিস্তারিত ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। নিহত মেহেদী হাসানের মরদেহ আজ ময়নাতদন্ত করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহত মেহেদী হাসান পেশায় পিকআপ চালক ছিলেন। তিনি স্ত্রী-সন্তান নিয়ে মিরপুর সেনপাড়া এলাকায় বসবাস করতেন। নিহতের দুলাভাই রাসেল আলি জানান, মেহেদীর এক আত্মীয় তার স্ত্রীকে বিরক্ত করতো। বিষয়টি নিয়ে মেহেদী প্রতিবাদ জানিয়েছিলেন। সে কারণেই সুমন ও রনিসহ বেশ কয়েকজনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এর জের ধরেই মেহেদীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৫
এজেডএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।