ঢাকা: বৈষম্যবিরোধী চিকিৎসকদের দাবির মুখে পদত্যাগ করেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ন্যাশনাল ডক্টরস ফোরামসহ (এনডিএফ) বৈষম্যবিরোধী চিকিৎসকদের দাবির মুখে পদত্যাগ করেন অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ।
সূত্র জানিয়েছে, বুধবার (১২ ফেব্রুয়ারি) চিকিৎসকদের দাবির মুখে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন কাজী দ্বীন মোহাম্মদ।
বৃহস্পতিবার বা শুক্রবারের (১৪ ফেব্রুয়ারি) মধ্যে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে নতুন পরিচালক নিয়োগ দেওয়া হবে বলেও জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৫