ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

অভ্যুত্থানে আহত ৮ জনকে থাইল্যান্ডে পাঠানো হয়েছে: মুখপাত্র

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
অভ্যুত্থানে আহত ৮ জনকে থাইল্যান্ডে পাঠানো হয়েছে: মুখপাত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম

ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম জানিয়েছেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৮ জনকে থাইল্যান্ডে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

মুখপাত্র জানান, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়নে গুরুতর আহত রোগীদের বিভিন্ন দেশে উন্নত চিকিৎসার জন্য পাঠাতে একটি সমন্বিত উদ্যোগ নিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলো নিরলস পরিশ্রম করে এই প্রক্রিয়ায় দ্রুততার সঙ্গে ভিসাপ্রাপ্তি নিশ্চিত করতে সক্ষম হয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশনগুলো সহায়ক ভূমিকা পালন করছে।

রফিকুল আলম বলেন, গত এক সপ্তাহে (৭-১২ ফেব্রুয়ারি) থাইল্যান্ডে চিকিৎসার জন্য ১০টি ভিসা করানো সম্ভব হয়েছে। গত ৮ ও ৯ ফেব্রুয়ারি স্ট্রেচার সিটে করে দুজন গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত রোগীকে থাইল্যান্ডে পাঠানো হয়েছে। এ ছাড়াও ১০ ফেব্রুয়ারি ৬ জন রোগীকে থাইল্যান্ডে পাঠানো হয়েছে। ব্যাংককে অবস্থিত বাংলাদেশ মিশন এসব রোগীকে প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।