ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

সাবেক মন্ত্রী আবদুর রহমান ও তার স্ত্রীর নামে দুদকের মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
সাবেক মন্ত্রী আবদুর রহমান ও তার স্ত্রীর নামে দুদকের মামলা আবদুর রহমান

ঢাকা: জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আবদুর রহমান ও তার স্ত্রী মির্জা নাহিদা হোসেনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় আব্দুর রহমানের বিরুদ্ধে বলা হয়েছে, তিনি সরকারি দায়িত্ব পালনের সময় অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৭২ লাখ ৭৬ হাজার ৪৭২ টাকার সম্পদ অর্জন করেছেন। তার বিভিন্ন প্রতিষ্ঠানের ১৯টি ব্যাংক হিসাবে ৩ হাজার ৮৯১ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য মিলেছে।

মির্জা নাহিদা হোসেনের বিরুদ্ধে করা মামলায় দুদক অভিযোগ করেছে, তিনি অসঙ্গতিপূর্ণ ৬ কোটি ৩০ লাখ ৮৯ হাজার ৮৮৭ টাকার সম্পদ অর্জন করেছেন। এ ছাড়াও তিনি ১৬টি ব্যাংক হিসাবে ২৬ কোটি ৫৬ লাখ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
এসএমএকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।