ঢাকা, সোমবার, ২৫ ফাল্গুন ১৪৩১, ১০ মার্চ ২০২৫, ০৯ রমজান ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে শহরজুড়ে ব্যানার ফেস্টুন অপসারণ করলো নাসিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, মার্চ ১০, ২০২৫
না.গঞ্জে শহরজুড়ে ব্যানার ফেস্টুন অপসারণ করলো নাসিক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের রাস্তার পাশের স্ট্রিটলাইট ও বৈদ্যুতিক খুটিসহ বিভিন্ন স্থাপনা থেকে সকল ব্যানার ফেস্টুন অপসারণ করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।

সোমবার (১০ মার্চ) শহরের বঙ্গবন্ধু সড়ক, চাষাঢ়া এলাকাসহ সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এসময় বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের বিপুল পরিমাণ ব্যানার ফেস্টুন অপসারণ করেন সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী (সিইও) জাকির হোসাইন জানান, পুরো শহরে পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এটা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রমের অংশ। বছরব্যাপীই এমন কার্যক্রম চলমান থাকে।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, মার্চ ১০, ২০২৫
এমআরপি/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।