ঢাকা, বুধবার, ১১ চৈত্র ১৪৩১, ২৬ মার্চ ২০২৫, ২৫ রমজান ১৪৪৬

জাতীয়

যুবদল কর্মীকে পিটিয়ে আহত করলো যুবলীগ নেতার লোকজন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৫
যুবদল কর্মীকে পিটিয়ে আহত করলো যুবলীগ নেতার লোকজন

বরিশাল: কৃষকদের কাছ থেকে পণ্য কেনার জের ধরে মিলন ফকির (৪০) নামে এক যুবদল কর্মীকে পিটিয়ে আহত করেছে এক যুবলীগ নেতার লোকজন, এমন অভিযোগ উঠেছে।

ঘটনার পর স্থানীয়রা মিলনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

গৌরনদী উপজেলার সরিকল বন্দরে ঘটনাটি ঘটে। আহত মিলন সরিকল ইউনিয়ন যুবদল কর্মী ও মহিষা গ্রামের বাসিন্দা।

হাসপাতালে মিলনের সঙ্গে কথা হলে তিনি জানান, মঙ্গলবার (২৫ মার্চ) সকাল সাড়ে দশটার দিকে সরিকল বন্দরে কৃষকদের কাছ থেকে ভুসির মালামাল কিনছিলেন তিনি। এ সময় ইউনিয়ন যুবলীগ নেতা নাসির মোল্লার ছেলেরা তাকে বাধা দেন। বিষয়টি নিয়ে বাকবিতণ্ডা হয় তাদের। এক পর্যায়ে নাসিরের ছেলে নিক্সন ও লিখন মোল্লার নেতৃত্বে অন্তত ৬/৭ জন তাকে পিটিয়ে আহত করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার সময়ে নাসির মোল্লা ও তার সহযোগীরা সিন্ডিকেট করে ভুসির মালামাল কিনতো। তারা এখনো সেই সিন্ডিকেট বহাল রাখতে চায়।

এ বিষয়ে কথা হলে নাসির মোল্লা অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, আমার ছেলেকে মালামাল কেনায় বাধা দিয়ে মারধর করে মিলন ও তার সহযোগীরা। তারা মালামাল কেনার টাকাও নিয়ে গেছে।

ঘটনার পর দুই পক্ষের কেউই থানায় অভিযোগ করেনি। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া বলেন, কোনো অভিযোগ পাইনি। থানায় অভিযোগ এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৫
এমএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।