মৌলভীবাজার: বাংলাদেশ রেলওয়ের আধুনিক সংস্করণ আখাউড়া- সিলেট রুটে ২৫ সেপ্টেম্বর বুধবার থেকে চালু হতে যাচ্ছে ‘কমিউটার’ নামক ডেমু ট্রেন।
ওইদিন সিলেট রেলওয়ে জংশন স্টেশন থেকে আনুষ্ঠানিকভাবে এই ট্রেনের উদ্বোধন করবেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. মজিবুল হক।
তবে ট্রেনটি পরীক্ষামূলকভাবে ২৪ সেপ্টেম্বর আখাউড়া থেকে ছেড়ে সিলেট আসবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ট্রেনটির উভয় দিকেই ইঞ্জিন থাকবে। চীন থেকে আমদানি করা এ ট্রেনে বসে এবং দাঁড়িয়ে তিনশ যাত্রী যাতায়াত করতে পারবেন। সপ্তাহের শুক্রবার দিন ট্রেনটির চলাচল বন্ধ থাকবে।
কুলাউড়া জংশন স্টেশন মাস্টার মহিদুর রহমান বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৩
এসআর/আরআইএস