গাজীপুর: মঙ্গলবার রাতে ঢাকা-ময়মনসিংহ রেল রুটের রাজেন্দ্রপুর এলাকায় অবরোধকারীরা রেললাইনের ফিসপ্লেট খুলে ফেলায় লাইনচ্যুত অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ৬বগির মধ্যে ইঞ্জিনসহ ৪ উদ্ধার হয়েছে।
উদ্ধার কাজ শেষ করে ট্রেন চালু হতে বিকাল ৪টা পর্যন্ত সময় লাগবে বলে জানিয়েছে রেলওয়ে সূত্র।
উদ্ধারকাজে নিয়োজিত রেলওয়ের ঢাকা-১ এর সহকারী নির্বাহী প্রকৌশলী ওয়াজির আহমেদ বাংলানিউজকে জানান, অবরোধকারীরা রাত নয়টার পর কোনো এক সময় রেলওয়ে সড়কের বনখড়িয়া এলাকায় ফিসপ্লেটের নাট-বল্টু, ২৫০টি পিন ও ৪০টি স্লিপার খুলে রেল সড়কের পাশে ফেলে রাখে।
জয়দেবপুর রেলওয়ে জংশনের প্রধান স্টেশন মাস্টার জিয়াউদ্দিন সরদার বাংলানিউজকে জানান, এ ঘটনায় রেলওয়ের ঢাকা বিভাগের টেকনিক্যাল অফিসার (ডিটিও) নাজমুল ইসলামকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, সিগন্যাল অফিসার (ডিএসপি) মোঃ জাকারিয়া, মেকানিক্যাল অফিসার (ডিএমও) মিজানুর রহমান এবং লিয়াকত শরীফ খান।
জিয়াউদ্দিন আরো জানান, রাত দেড়টায় উদ্ধার কাজ শুরু হয়েছে। বেলা দেড়টা পর্যন্ত ইঞ্জিনসহ ৪টি বগি উদ্ধার হয়েছে। বাকি ২টি বগি উদ্ধার করে ট্রেন চলাচল শুরু করতে বিকাল ৪টা বাজতে পারে।
প্রসঙ্গত, ঢাকা-ময়মনসিংহ রেলরুটের গাজীপুরের শ্রীপুর উপজেলার বনখড়িয়া এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী ৭৩৬-অগ্নিবীণা এক্সপ্রেসের ইঞ্জিনসহ ৬টি বগি লাইনচ্যুত হয়। মঙ্গলবার দিবাগত রাত ১০টা ১৮ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাইফুল ইসলাম জানান, অগ্নিবীণা ট্রেনটি রাজেন্দ্রপুর স্টেশন থেকে ১০টা ০৮ মিনিটে ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিতে ৪ কিলোমিটার রেলপথ অতিক্রম করার পর বনখড়িয়া এলাকায় দুর্ঘটনার শিকার হয়।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, নভেম্বর ২৭,২০১৩