ঢাকা: দেশের ইলেকট্রনিক মিডিয়ায় মঙ্গলবার যুক্ত হচ্ছে আরো একটি টেলিভিশন চ্যানেল। এদিন নবম সংসদের অষ্টম অধিবেশনে রাষ্ট্রপতি মো.জিল্লুর রহমানের ভাষণ সম্প্রচারের মধ্য দিয়ে ‘সংসদ টেলিভিশন’-এর যাত্রা শুরু হচ্ছে।
আপাতত বাংলাদেশ টেলিভিশনের কারিগরী সহায়তায় সীমিত পরিসরে চলবে এ চ্যানেলের কার্যক্রম। সংসদ চলাকালে এই টেলিভিশন চ্যানেলের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে সংসদের কার্যক্রম। সংসদ অধিবেশন না থাকলে প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত সম্প্রচার চলবে।
নতুন এ চ্যানেলটি চালুর সিদ্ধান্ত হয় গত শনিবার স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায়।
লোকসভা পরিচালিত টেলিভিশনের আদলে এ দেশে সংসদ সচিবালয়ের জন্য টিভি চ্যানেল চালুর পরামর্শ দিয়েছিলেন ভারতের লোকসভার সাবেক স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১১