ব্রাহ্মণবাড়িয়া: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের সদস্য আব্দুল কুদ্দুস মাখনের ২০তম মৃত্যুবার্ষিকী ১০ ফেব্রুয়ারি।
ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মাখনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার সকাল সাড়ে ৮টায় আব্দুল কুদ্দুস মাখন স্মৃতি পরিষদ ও পরিবারের পক্ষ থেকে রাজধানীর মিরপুরস্থ মুক্তিযোদ্ধা জাতীয় গোরস্থানে তার কবরে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউটস্থ নিজ বাসভবনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
আব্দুল কুদ্দুস মাখনের ছোট ভাই ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন এসব কর্মসূচিতে অংশ নিতে আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের অনুরোধ জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ০৫৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৪