সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড়ে সড়ক দুর্ঘটনায় এক কনস্টেবলসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৫ জন।
বুধবার (৩১ ডিসেম্বর) ভোর পৌনে ৬টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-সিরাজগঞ্জ পুলিশ লাইনের কনস্টেবল আব্দুল বাছেদ (৩৫), পুলিশের রিকুইজিশন করা পিকআপ ভ্যানের চালক ঢাকার মিরপুর-১০ এর বাসিন্দা মফিজুর রহমান (৩২) ও বাস চালক নাটোর সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকার বাসিন্দা জাহিদ হাসান প্রামাণিক (৪৮)।
আহতদের মধ্যে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এসআই) জিন্নাহ ও পাবনার বেড়া উপজেলার মনিরুল ইসলামের নাম জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে রাজশাহীগামী খালেক এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাস বুধবার ভোর ৫টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড়ে পৌঁছে বিকল হয়ে যায়।
বাস যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ওই মহাসড়কে টহলরত পুলিশের একটি পিকআপ ভ্যান সেখানে পৌঁছে বাসটির সামনে অবস্থান নেয়। এসময় কনস্টেবল বাছেদ, পিকআপ চালক মফিজুর সেখানে দাঁড়িয়ে ছিল ও বাস চালক জাহিদ বাসের নিচে ঢুকে মেরামত করছিলো।
ঘন কুয়াশার মধ্যে ভোর পৌনে ৬টার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী একটি ট্রাক বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাস চালক ও পিকআপ চালকের মৃত্যু হয় এবং গুরুতর আহত হয় কনস্টেবল বাছেদসহ আরো ৬ জন। পরে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পর বাছেদের মৃত্যু হয়।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার ও আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ট্রাকটি আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের করা হবে।
ঘটনার পর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বাংলাদেশ সময়: ০৮১০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪/আপডেট: ০৮১৯ ঘণ্টা/আপডেট: ১০০৪ ঘণ্টা/আপডেট: ১১৪৫ ঘণ্টা