ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কারওয়ান বাজারে ট্রাক চাপায় ব্যবসায়ী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪
কারওয়ান বাজারে ট্রাক চাপায় ব্যবসায়ী নিহত প্রতীকী

ঢাকা: রাজধানীর কারওয়ান বাজারে জনতা টাওয়ারের সামনে ট্রাক চাপায় অজ্ঞাত পরিচয় এক খুচরা ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার (৩১ ডিসেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় ট্রাকের চালক নারায়ণ চন্দ্রকে আটক করেছে পুলিশ।

তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, কারওয়ান বাজারে জনতা টাওয়ারের সামনে একটি সবজিবোঝাই ট্রাকের চাপায় গুরুতর আহত হন ওই ব্যক্তি। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বর্তমানে ওই ব্যক্তির লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।